- Advertisement -
রচনাঃ ধনুরাজ নোয়াতিয়া
যদি শরীরে থাকে রক্ত,
তবে কেন নীরব এই প্রতিবর্ত?
চোখের সামনে অন্যায় ঘটে,
তবু কেন মুখে কোনো কথার জ্বলে না প্রতিচ্ছবি?
Advertisements
যদি হৃদয়ে থাকে স্পন্দন,
তবে কেন এত ভয়, এত বন্ধন?
আলোকে ঢেকে রাখে যে আঁধার,
তাকে চিরে দিতে হবে একবার।
যদি শরীরে থাকে রক্ত —
তবে দাঁড়াও, জেগে উঠো, বলো সত্য।
ভয় নয়, ভালোবাসা হোক শক্তি,
ন্যায়ের পথে হোক আমাদের যুক্তি।
রক্ত মানেই শুধু প্রাণ নয়,
রক্ত মানে প্রতিবাদের গর্জন — নির্ভয়।
যদি শরীরে এখনো রক্ত বয়,
তবে জেগে ওঠো, কারণ সময় এখনই।





Views Today : 25
Views Last 7 days : 379
Total views : 46191