কে দেবে আজ্ঞা তোরে ~ ভুবন মোহন জমাতিয়া
সরে গেলে পিতৃমাতৃর শিরছত্র।
তুমি এখন দাঁড়িয়ে আছ প্রান্তরেখায়।
তাই তুমিই কর্তা তুমিই শাসক।
চেয়ে রয়েছ কার আশায়!
কাক ভোরে ওঠো ওঠো বলে
কে জাগবে এসে তোরে.
ভাব হৃদয়ে তোরই কৃত্য
কে দেবে আজ্ঞা তোরে!
ভেঙে পড়েছে ঘরের বেড়া
জঙ্গলে ডুবেছে জুমের পথ।
কে দেখবে সেটা।
তুমিই আনবে তুমিই খাবে।
একটি দানা বা দুটি দানা
সবেই তো তোরই প্রাপ্য।
উঠছে তোর নব সূর্য
এস স্বাগত জানাই।
অন্ধকারেতে পথ হেরে যেও না
জানি এখনত তুমি সজাগ।
চোখ বুজিয়ে রেখে নকল নিদ্রায়
দিও না সাঙ্গাকারের ঠাঁই।
পথভ্রষ্ট কনিষ্ঠ ভ্রাতৃদের
তুমিই হাত ধরে চলবে ।
সমাজে মিশ্রিত বাসি-পচা
তুমিই ফেলবে মুছে ।।
——–





Views Today : 38
Views Last 7 days : 400
Total views : 45112